লালমনিরহাট: লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও পাটগ্রাম জসমুদ্দিন আব্দুল গনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা কাজী নুরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম শহরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বাধ্যক জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। তিনি মুক্তিযুদ্ধের সময় ৬নং সেক্টরের অন্যতম সংগঠক ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে পাটগ্রাম জসমুদ্দিন আব্দুল গনি সরকারি কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ নেয়া হবে গ্রামের বাড়ি পাটগ্রাম উপজেলার কুচলীবাড়িতে। সেখানে বিকেল ৪টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।