এ অভিযানে বিপুল পরিমান রেজিস্ট্রেশন বিহীন ও অনুমোদন ছাড়া ৭ ধরনের ওষুধ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর রাকিব উজ জামান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস নামের ওষুধ কারখানায় মঙ্গলবার দুপুর থেকে অভিযান চালায় র্যাব-৮ এর সদস্যরা। রাত ১১টার দিকে ওষুধ প্রশাসনের কর্মকর্তার উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় বিভিন্ন নামের ৫টি রেজিস্ট্রেশন বিহীন ওষুধ এবং ২টি অনুমোদন ছাড়া ওষুধ উৎপাদন করে আসছে কারখানাটি।
প্রায় শত কাটুন ভর্তি ৭ ক্যাটাগরির প্রায় ১৮ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়। যার মধ্যে নিওসটিন আর-১৫০, রেনিটিডিন-১৫০, মেট্রল, ইন্দোপ্রোক্স মিক্স-৫০০, রিবোফ্লোবিন, ডাইক্লোফেনাক নামের ওষুধ রয়েছে।
এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওষুধ কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মসের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে সকল ওষুধ যথাযথ নিয়ম মেনেই উৎপাদন ও বাজারতকরণ হচ্ছে বলে দাবি করছেন ফার্মাসিউটিক্যালের ম্যানেজিং ডিরেক্টর এ এফ এম আনোয়ারুল হক সাব্বির। কিছু কাগজপত্র অনুমোদন প্রাপ্তির প্রসেসিং এ রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এমএস/বিএস