বুধবার (০৬ ডিসেম্বর) মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের আয়োজনে দিবসটি পালন করা হয়।
সকালে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়ার নেতৃত্বে একটি র্যালি বের করা হয়।
শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে কলেজ মোড়ে গণকবরের কাছে গিয়ে শেষ হয়। এতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিমসহ মুক্তিযোদ্ধারা অংশ নেন। পরে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সহ সভাপতি আব্দুল হালিম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, সাবেক ডেপুটি কমান্ডার আলতাব হোসেন, সাবেক সাংগঠনিক কমান্ডার সিরাজুল ইসলাম, এনডিসি আমিরুল ইসলাম, কামরুল হাসান, সহকারী কমিশনার পাঠান সাইদুর রহমান, মো. মামুনসহ আরও অনেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাহফেরাত কামনা করে দোয়া করা হয়।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
টিএ