মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তারা ড্রোনটি জব্দ করেন।
পরে রাত ১১টায় পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বাংলার বন টুরিস্ট কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠান ৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ১২ জন বিদেশি নাগরিকের সুন্দরবন ভ্রমণের অনুমতি নেয়।
তিনি আরো জানান, বুধবার (৬ ডিসেম্বর) বিকেলের মধ্যে বাগেরহাট পূর্ব বন বিভাগ কার্যালয়ে ড্রোনটি হস্তান্তর করা হবে। তবে তাদের পাসপোর্ট জব্দ করা হয়নি। ট্যুর কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
টিএ/জেডএম