ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আব্দুর রহিম (৯০) নামে এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই আসামির মৃত্যু হয়। মৃত আব্দুর রহিম নেত্রকোনার আটপাড়া থানার মির্জাপুর এলাকার বাসিন্দা।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ভোরে আব্দুর রহিম হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে সকাল ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনার একটি হত্যা মামলায় আব্দুর রহিম ও তার দুই ছেলেকে ফাঁসির দণ্ড দেন আদালত। ২০১৫ সালের ১৭ মে থেকে তারা এ কারাগারে বন্দি রয়েছে।  

আব্দুর রহিম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলেও জানান জেলার বিকাশ রায়হান।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭     
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।