‘বিজয় নিশান উড়ছে ঐ, খুশির হাওয়ায় ঐ উড়ছে’ এ স্লোগানে বুধবার (০৬ ডিসেম্বর) কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উদযাপন পরিষদের আয়োজিত এ শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের কয়েকশ’ মানুষ অংশ নেন।
শোভাযাত্রা শেষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী অকুতোভয় বীর যোদ্ধাদের স্মরণে স্বাধীনতার বিজয় স্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন- কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, হারুন অর রশীদ লাল, আব্দুল বাতেন, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে কুড়িগ্রামকে হানাদার মুক্ত করেছিলো।
কোম্পানি কমান্ডার আব্দুল হাই সরকারের নেতৃত্বে ৩৩৫ জন মুক্তিযোদ্ধার একটি দল ৬ ডিসেম্বর বিকেল ৪টায় কুড়িগ্রাম শহরে প্রথম প্রবেশ করে। নতুন শহরস্থ ওভারহেড পানির ট্যাংকের ওপর স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শত্রু মুক্ত হয় কুড়িগ্রাম।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এফইএস/ওএইচ/