সাত পা-ওয়ালা বাছুর। ছবি: বাংলানিউজ
নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় একটি গাভী সাত পা-ওয়ালা বাছুর জন্ম দিয়েছে। এ নিয়ে এলাকায় কৌতূহল দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জামগ্রামে গাভীটি বাছুরের জন্ম দেয়।
গৃহস্থ নয়ন কুমার বাংলানিউজকে বলেন, বিকেলে গাভীটি বাড়িতে বাছুর প্রসব করে।
প্রসবের পর দেখা যায় বাছুরটির শরীর জুড়ে মোট সাতটি পা রয়েছে। পেছনে এবং সামনের পা ঠিক থাকলেও ঘাড়ের ডান দিকে দু’টি পা ও বা দিকে আরও একটি অতিরিক্ত পা আছে।
তবে বাছুরটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।