ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজন নয়, ‘জয় বাংলা’ সবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজন নয়, ‘জয় বাংলা’ সবার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান

ফেনী: মুক্তিযেদ্ধাদের মধ্যে কোনো বিভাজন হতে পারে না, জয়বাংলা সকল স্বাধীনতাকামী মানুষের স্লোগান বলে জানিয়েছেন  মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম।

তিনি বলেন, ১৯৭১ সালে দেশের সকল মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়েই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আর সে কারণেই মুক্তিযেদ্ধাদের মধ্যে কোনো বিভাজন হতে পারে না, জয়বাংলা সকল স্বাধীনতাকামী মানুষের স্লোগান। যারা মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজন তৈরি করে তারা স্বাধীনতার চেনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

 

বুধবার (০৬ ডিসেম্বর) ফেনী মুক্ত দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাফর ইমাম।

সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক আক্রাম হোসেন হুমায়ুন ও ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন ও ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।