বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে সাভারে বিএলআরআইয়ের হলরুমে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ওয়ার্কশপ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেন, প্রাণিসম্পদ গবেষণা আরও বাড়াতে হবে।
দুই দিনব্যাপী এ ওয়ার্কশপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রায় ২৫০ জন প্রতিনিধি এতে অংশ নেয়।
বিএলআরআইয়ের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মীর শওকাত আলী বাদশা, এইচ এম ইব্রাহীম ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ভাগ্য রানী বনিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
আরআইএস/