ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে এতিম শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
কিশোরগঞ্জে এতিম শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে এতিম শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। 

বুধবার (০৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ মেধাবৃত্তি প্রদান করা হয়। স্মল কাইডনেস বাংলাদেশ (এসকেবি) নামে একটি বেসকারি সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

জেলার সাতজন এতিম মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেকে ছয় হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকা প্রদান করা হয়।  

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অর্থ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি রিপন রায় লিপু, যশোদল ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, রশিদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মাস্টার, এসকেবি’র সুপার ভাইজার আবু বকর সিদ্দিক মানিক, প্রতিনিধি বরকত উল্লাহ ও জহিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।