বগুড়া জেলা কমিটির উদ্যোগে বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত শহরের সাতমাথায় সড়কে বাতি বন্ধ করে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা কমিটির সভাপতি আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লব, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আল মেহেদী হাসান, বগুড়া পৌরসভার সচিব ইমরোজ মুজিব, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সহকারী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, প্রশাসনিক কর্মকর্তা মামুনূর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন- স্থানীয় সরকার বিভাগের অন্যান্য প্রতিষ্ঠানের মতো সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে দেয়ার দাবি জানাই।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এমবিএইচ/এসআরএস ।