বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কাস্টমস কর্তৃপক্ষ ওই যাত্রীর কাছে টাকা হস্তান্তর করে।
কাস্টসম সূত্র জানায়, গত ১ ডিসেম্বর চিকিৎসার উদ্দেশ্যে স্ত্রীকে সাথে নিয়ে ভারতে রওয়ানা হন যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের মিজানুর রহমান।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ তাকে ফোনে জানায়, তার হারিয়ে যাওয়া টাকা পাওয়া গেছে। উপস্থিত হয়ে গ্রহণ করার জন্যও বলা হয়।
যাত্রীর আত্মীয় শাহিনুর রহমান বাংলানিউজকে জানান, প্যান্টের ভিতরের ছোট পকেটে টাকা ঢুকাতে গিয়ে নিচে পড়ে যায়। টাকাটা কুড়িয়ে পান ব্যাগ বহনকারী এক কুলী। কাস্টমস সিসি ক্যামেরায় বিষয়টি দেখে ওই কুলীর কাছ থেকে টাকা উদ্ধার করে ফেরত দেয়।
মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ওই টাকা স্বজনদের কাছ থেকে ধার করে নিয়ে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। টাকার পরিমাণ অনেকের কাছে খুব বেশি না হলেও তার কাছে ছিল অনেক। টাকা হারিয়ে ফেলার বিষয়টি তাদেরকে জানানো হলে তারা আগ্রহ সহকারে অভিযোগ আমলে নেয়। এছাড়া বিষয়টি দায়িত্ববোধ ভেবে টাকা উদ্ধার করে ফিরিয়ে দেন। তাদের এতো ব্যস্ততার মধ্যেও এমন আচরণে তিনি অবাক হয়েছেন বলে মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
জেডএম/