ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৬৭ যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৬৭ যাত্রীর জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৬৭ যাত্রীর জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল থেকে রাত অবধি লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় জেলার বিভিন্ন স্থানে ৫টি ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় জেলার  বিভিন্ন স্টেশনে কমিউটার ৬৩, ৬৫, ৭১ নং, পদ্মরাগ এক্সপ্রেস ও করতোয়া আন্তঃনগর  ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৬৭ জন যাত্রীর কাছ থেকে ৩ হাজার ৭শ’ টাকা জরিমানা ও সমপরিমাণ ভাড়াও আদায় করা হয়।

এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।