ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে শিশুসহ দুই মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
রাজধানীতে শিশুসহ দুই মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ও শাহ আলীতে পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো- শাহ আলী থানাধীন সারেনবাড়ির দিয়াবাড়ী এলাকার ৪ বছরের শিশু মরিয়ম এবং মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ এলাকার মেহেদী হাসান (২৫)।

বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, বুধবার বিকেলে বেরিবাঁধ দিয়ে বাড়ি মোড় থেকে কিছু দূরে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশু মরিয়ম গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। মরিয়মের মৃত্যু সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যান।

সারেনবাড়ির দিয়াবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে থাকতো শিশু মরিয়ম। তার বাবার নাম মাহামুদুল্লাহ বাবু।

এদিকে মোহাম্মদপুর থানা উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বধুবার রাতে সাত মসজিদ এলাকার একটি বাসা থেকে মেহেদী হাসান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মেহেদী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। মৃত যুবকের বিষয়ে বিস্তারিত তথ্য জানান চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১‌২৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।