ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চান্দিনায় নিখোঁজের পরদিন শিশুর মরদেহ উদ্বার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
চান্দিনায় নিখোঁজের পরদিন শিশুর মরদেহ উদ্বার

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় নিখোঁজের একদিন পর সুবর্ণা আক্তার মীম নামে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মীম চান্দিনা পৌরসভার বেলাশহর এলাকার সাবেক পুলিশ সদস্য কোরবান আলীর মেয়ে ও চান্দিনা ইকরা মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার কেরনখাল ইউনিয়ন থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা কোরবান আলী বাংলানিউজকে বলেন, বুধবার  দুপুর ১২টার পর থেকে মীমকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোবাইল ফোনে ১০লাখ টাকা মুক্তিপণ দাবি করলে বিষয়টি তাৎক্ষণিক চান্দিনা থানা পুলিশকে জানানো হয়।

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন মীমের মরদেহ দেখে খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই এবং পুলিশকে খবর দেই।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাথমিক তদন্তে তাকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা দেওয়া হবে বলেও জানান মোহাম্মদ আলী।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।