বগুড়া জেলা প্রসাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এটিএম আমিনুল হক প্রমুখ।
সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আরেফীন বাংলানিউজকে জানান, চলতি রোপা আমন মৌসুমে পুরো জেলা সরকারি ভাবে মোট ৩২ হাজার ৩০৮ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। প্রতিকেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯ টাকা। সদর উপজেলা খাদ্য গুদামে ১ হাজার ৫শ’ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।
তিনি আরো বলেন, চলতি বছরের ০৩ ডিসেম্বর থেকে শুরু করে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এমবিএইচ/বিএস