বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টায় ড্রোনটি সেখানে নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে ড্রোনটি জব্দ করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, মাবানা ট্যুরস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান ৪ ডিসেম্বর বন বিভাগের অনুমতি নিয়ে তিনদিনের জন্য মাল্টার ১২ জন বিদেশি পর্যটক নিয়ে সুন্দরবন ঘুরতে আসে। ৫ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১২টার দিকে চাঁদপাই রেঞ্জ অফিস এলাকা দিয়ে বিদেশি পর্যটকরা সুন্দরবনের বিভিন্ন এলাকা ভ্রমণে যান। এসময় তারা দুবলারচরের আলোরকোল এলাকায় একটি ড্রোন উড্ডয়ন করেন। বিষয়টি বনপ্রহরীরা দেখতে পেয়ে ড্রোনটি জব্দ করেন।
সুন্দরবনের কোন কোন এলাকার চিত্রধারণ করা হয়েছে ড্রোনটি পরীক্ষা করে তা দেখা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
টিএ