ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেরুজালেম নিয়ে ট্রাম্পের ঘোষণায় বাংলাদেশের উদ্বেগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
জেরুজালেম নিয়ে ট্রাম্পের ঘোষণায় বাংলাদেশের উদ্বেগ

ঢাকা: পবিত্র জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।

মধ্যপ্রাচ্যে শান্তি সুরক্ষায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসনের যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (০৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১২টার দিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে একতরফা সিদ্ধান্ত ঘোষণার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

জাতিসংঘ, আরব ও মুসলমান-অধ্যুষিত দেশ, এমনকি মার্কিন মিত্রদের আপত্তি কর্ণপাত না করেননি মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হবে বলেও একগুঁয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি, ফ্রান্স, ইরান, সৌদিআরব, সিরিয়া, লেবানন ও জর্ডান। নিন্দা জানানোর কাতারে এবার যুক্ত হলো বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।