‘ডিজিটাল ওয়ার্লড-২০১৭’ এর দ্বিতীয় দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তথ্যপ্রযুক্তির মহাসম্মিলনে মিনিস্ট্রিয়াল কনফারেন্সে রোবটের হাত থেকে খাবার নিতে দেখা গেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে।
উপদেষ্টা জয় খাবার তুলে নেওয়ার পর আবারো হেঁটে হেঁটে মঞ্চ ছাড়লো রোবটটি।
কঙ্গোর প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা ডায়োডোনি কালোম্বো কোলি বাডিবাং, কম্বোডিয়ার ডাক ও যোগাযোগ প্রতিমন্ত্রী কান চানমেটা, ভুটানের তথ্য ওযোগাযোগ মন্ত্রী দিনা নাথ ডঙ্গায়েল, মালদ্বীপের সশস্ত্র ও জাতীয় নিরাপত্তা উপমন্ত্রী থরিক আলী লুথুফি, ফিলিপাইনের আইসিটি অধিদপ্তরের পরিচালক নেস্টরএস বোঙ্গাটা, সৌদি আরবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান ও মন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ফাহাদ আলীআরাল্লাহ এতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর ছেলের হাতে যে রোবটটি খাবার তুলে দিয়েছে সেটি মোহাম্মদপুরে চালু হওয়া রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।
সম্প্রতি চালু হওয়া ওই রেস্টুরেন্টটিতে রোবটটি কাস্টমারদের অর্ডার নিয়ে খাবার এনে দিয়ে আলোচনায় আসে। শক্তিশালী ওয়াই-ফাইয়ের মাধ্যমে পরিচালিত হয় ওই রোবট।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এমআইএইচ/এসএইচ