ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
শাহজাদপুরে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের বেকা গ্রামে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনগত রাতেই এক শিশুর মৃত্যু হয়। শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর শিশুটিরও মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো- বেকা গ্রামের দিনমজুর জামাল হোসেনের ছেলে সোহাগ (৭) ও মেয়ে আল্লাদি (৫)।

জালালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান মাহমুদ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে দুই সন্তানকে ঘুম পাড়িয়ে পাশের বাড়ি বেড়াতে যান তাদের মা। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাদের শোবার ঘরে আগুন লাগে। এ অবস্থায় স্থানীয়রা আগুন নেভানোর পর দগ্ধ ভাই-বোনকে উদ্ধার করে। তাদের হাসপাতালে নেয়ার পথে রাতেই শিশু সোহাগ মারা যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আল্লাদিকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তারও মৃত্যু হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বাংলানিউজকে বলেন, আগুনে পুড়ে দুই শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।