বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কালিয়াটি গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীরা বর্তমানে স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে রয়েছে।
উদ্ধার হওয়া কিশোরীরা হলো- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার লাবনা গ্রামের মনিরুল ফকিরের মেয়ে কামরুন্নাহার (১৫) ও ফরিদপুর জেলার মধুখালি উপজেলার পিচুলিয়া গ্রামের আবুল খায়ের মিয়ার মেয়ে মায়া সুলতানা (১৪)।
স্থানীয়রা বাংলানিউজকে বলেন, ভারতে পাচারের উদ্দেশে দুই কিশোরীকে বৃহস্পতিবার বিকেলে বৈকারী গ্রামের নাছির উদ্দীন মোড়লের ছেলে আবুল মোড়ল কালিয়াটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে শওকল আলীর বাড়িতে এনে রাখে। রাতে সন্দেহ হলে তারা গ্রাম পুলিশে খবর দেয়। পরে গ্রাম পুলিশ তাদের উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর আবুল মোড়ল ও শওকত আলী পালিয়ে যান।
বৈকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, মেয়ে দু’টি বিজিবি সদস্যরা আমার হেফাজতে রেখেছে। তাদের সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
আরবি/