শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অস্থায় জামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জামালের সহকর্মী জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের দোয়ারীপাড়া এলাকার ১০ নম্বর রোডে একটি বাসায় থাকতেন জামাল। সকালে আরিফাবাদ এলাকার নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদের কলাম ঢালাইয়ের কাজ করছিলেন তিনি। এসময় কলামের উপর উঠতে গিয়ে অসাবধানতাবশত পিছলে ভবনের নিচে পড়ে যান জামাল।
এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১৭
এজেডএস/আরএ