স্থানীয় ইউপি চোয়ারম্যানকে এ নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকায় অবৈধভাবে জেনারেটর ব্যবসা চলবে, তা হবে না। আগামী ১০ দিনের মধ্যে এসব ব্যবসা বন্ধ করতে হবে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবর্জনার গাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আজ শুভাঢ্যা ইউনিয়ন পরিষদকে যেসব আবর্জনার গাড়ি দেয়া হচ্ছে, সেসব গাড়ি বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এ বিষয়গুলো তদারকি করবেন।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না। শুভাঢ্যা খাল আবর্জনার ভাগাড় হয়ে গেছে। নিজেদের খাল রক্ষা করা নিজেদেরই দায়িত্ব। আবর্জনা নির্দিষ্ট স্থানে জমিয়ে রাখবেন আবর্জনার গাড়ি সেগুলো নিয়ে যাবে। আপনাদের চেয়ারম্যান-মেম্বাররা ঠিকমতো কাজ করে কিনা? সে বিষয়েও লক্ষ্য রাখবেন প্রয়োজনে আমাকে জানাবেন। সবাই মিলে একত্রে কাজ করলে আমরা দূষণমুক্ত পরিবেশ ফিরে পাবো।
“পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়ি, সুস্থ জীবন যাপন করি”-এ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় আরো বক্তব্য রাখেন-শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপিত হাজী বাসের উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাজী মো. মজিবর রহমান, কেরানীগঞ্জ গার্মেন্ট ও দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক স্বাধীন শেখ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিরাজুর রহমান সুমন শুভাঢ্যা ইউপি সদস্য সাথী আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১৭
আরএ