ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশাল মুক্ত দিবসে আনন্দ র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
বরিশাল মুক্ত দিবসে আনন্দ র‌্যালি আনন্দ র‌্যালি-ছবি-বাংলানিউজ

বরিশাল: পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের  করা হয়। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্ত্বর থেকে র‌্যালিটি বের করা হয়।

জেলা ও নগর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ মো. কুতুবুদ্দিন, মাহাবুবউদ্দিন আহমেদ বীরবিক্রম, নগর কমান্ডার মোখলেচুর রহমান, এমজি কবির বুলু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরসহ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল কমান্ড জেলা ও মহানগর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বরিশাল জেলা ও মহানগরসহ সমমনা সংগঠনের নেতারা অংশ নেন।

র‌্যালি শেষে স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধারা বলেন, দীর্ঘ এক মাস বরিশাল মুক্ত রাখার পর ২৫ এপ্রিল জলে ও স্থল পথে হামলা চালিয়ে বরিশালে পাকিস্তানি সেনারা আসে। এরা ওয়াপদায় ক্যাম্প করে অবস্থান নেয়। মুক্তিযোদ্ধাসহ শত শত নিরীহ মানুষকে হত্যা করে মরদেহ মাটিচাপা বা কীর্তনখোলা নদীতে ভাসিয়ে দেয়।  

১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি সেনারা তাদের পরাজয় নিশ্চিত জেনে কারফিউ জারি করে বরিশাল শহর ছেড়ে পালিয়ে যায়। কাছাকাছি থাকা মুক্তিযোদ্ধারা বিজয় উল্লাস করে শহরে প্রবেশ করে। তাদের সঙ্গে মুক্তিকামী জনতা একাত্মতা প্রকাশ করে মুক্তির আনন্দে মেতে ওঠে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।