শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুরে হোগলাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ শেখ উপজেলার পাতিলাখালী গ্রামে বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হোগলাবুনিয়া গ্রাম থেকে সোহাগ শেখকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, সোহাগ একটি মাদক মামলার পলাতক আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এনটি