ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌহালী যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধে ফের ধস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
চৌহালী যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধে ফের ধস চৌহালী যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধে ফের ধস

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধে ফের ধস নেমেছে। এ নিয়ে বাঁধটিতে ১৫ দফায় ধস দেখা দিলো।

শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুর থেকে উপজেলার খাস কাউলিয়া ইউনিয়নের চৌদ্দরশি এলাকা থেকে ধস দেখা দেয়। বিকেল পর্যন্ত বাঁধের অন্তত ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

 

খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, ১০৯ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলা রক্ষায় সাত কিলোমিটার যমুনা তীর সংরক্ষণ বাঁধটি নির্মাণ করা হয়। দুপুরে নির্মিত এ বাঁধের চৌদ্দরশি অংশে হঠাৎ করে ধস দেখা দেয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত বাঁধের অন্তত ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বাংলানিউজকে জানান, বাঁধ ধসের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ধস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।