শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুর থেকে উপজেলার খাস কাউলিয়া ইউনিয়নের চৌদ্দরশি এলাকা থেকে ধস দেখা দেয়। বিকেল পর্যন্ত বাঁধের অন্তত ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, ১০৯ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলা রক্ষায় সাত কিলোমিটার যমুনা তীর সংরক্ষণ বাঁধটি নির্মাণ করা হয়। দুপুরে নির্মিত এ বাঁধের চৌদ্দরশি অংশে হঠাৎ করে ধস দেখা দেয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত বাঁধের অন্তত ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বাংলানিউজকে জানান, বাঁধ ধসের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ধস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এনটি