শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শত্রু মুক্ত দিবস ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মেলা মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ যখন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয়মেলা নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস স্মরণ করিয়ে দিবে যুগ যুগ ধরে। কোনো অপশক্তি এ মেলা বন্ধ করতে পারবে না।
এসময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে।
চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার ও মেলা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান এম এ ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদিউজ্জামান কিরণের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান ও সদস্য সচিব হারুন আল রশিদ।
আলোচনার আগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘শহরের অঙ্গীকার পাদদেশে’ পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ডা. দীপু মনি এমপিসহ অতিথিবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১৭
আরএ