ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাসিকের বর্জ্যে পাওয়ার প্ল্যান্ট করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
নাসিকের বর্জ্যে পাওয়ার প্ল্যান্ট করা হবে দোয়া অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক)  যেসব বর্জ্য অপসারণ করা হয় সেগুলো দিয়ে পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করবে সরকার। এরই মধ্যে তিন একর জমি বরাদ্ধ দেওয়া হয়েছে। খুব শিগগির এ বিষয়ে অগ্রসর হবো আমরা।

শুক্রবার (০৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের দেওভোগে প্রয়াত হকি আইকন খাজা রহমত উল্লাহর স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

নসরুল হামিদ বলেন, খাজা রহমত উল্লাহ ছিলেন একজন দলপ্রেমী ও ক্রীড়ানুরাগী মানুষ।

তার প্রতি মানুষের ভালোবাসা চিরদিন থাকবে, তার আত্মার মাগফেরাত কামনায় সবাই দোয়া করবেন।

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সহ সভাপতি আরজু ভূঁইয়া, আব্দুল কাদির, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, কেন্দ্রীয় শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।