হাসান ও হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের শফিপুর গ্রামের মসজিদ বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক খোরশেদ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের কাছ থেকে জানা গেছে, হাসান ও হোসেনের বাবা খোরশেদ আলম শ্যালিকার জন্য লক্ষ্মীপুর শহর থেকে একটি ফ্রিজ কিনে ভ্যানে তোলেন।
অটোরিকশার ভেতরে শ্যালিকা থাকলেও তার খোরশেদ আলমের দুই ছেলে হাসান-হোসেন ফ্রিজের সাথে ভ্যানের উপর ছিলো। এভাবে জকসিন পূর্ব বাজার পৌঁছালে অটোরিকশার পেছন থেকে ভ্যানের বাঁধন ছিঁড়ে যায়।
এক পর্যায়ে ভ্যানটি যাত্রাবাহী বাস আনন্দ পরিবহনের (ঢাকা মেট্টো: জ-০৪০৬২০) সামনে পড়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই হাসান ও হোসেনের মৃত্যু হয়।
অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। ওই বাসে থাকা কয়েকজন যাত্রীও আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান দুর্ঘটনা ও দুই সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এমজেএফ