ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
মাধবপুরে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে দুই মাদক বিক্রেতাকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পানিহাটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন মিয়া (২৬) ও একই উপজেলার আফজালপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুজন মিয়া (২২)।

শুক্রবার (০৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকলেছুর রহমান এ কারাদণ্ড দেন।

ইউএনও মোকলেছুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনতলা সীমান্ত ফাঁড়ির সদস্যরা ফাঁড়ির সামনে থেকে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫২পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরবর্তীতে রাত এগারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয়কে ৬ মাস করে বিনাশ্রম করাদণ্ড দিয়ে থানায় হস্তান্তর করা হয়। শনিবার সকালে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানান ইউএনও মোকলেছুর রহমান।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।