১০ জয়িতাকে সংবর্ধনা দেয়া হচ্ছে
নওগাঁ: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলার ১০ জন নির্বাচিত জয়িতাকে সংবর্ধনা দিয়েছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রসাশক ড. আমিনুর রহমান।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের সদস্য শাহিন মনোয়ারা হক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানাজ বেগম ও জেলা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রওশন আরা খানুম।
সভায় বক্তারা নারী নির্যাতনে করণীয় ও বেগম রোকেয়ার কর্মময় জীবনের নানা দিক আলোচনা করেন।
আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত ১০ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।