ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

লক্ষ্মীপুর: ‘আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) হোমায়রা বেগম।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন, নোয়াখালী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আল মামুন, জেলা সনাকের সভাপতি মাহবুব মোহাম্মদ আলী ও জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এদিকে, দুপুরে কমলনগরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জায়েদ হোছাইন ফারুকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, অধ্যক্ষ আলী হোসেন, জেএসডি নেতা শাহাদাত হোসেন নিরব, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মিলন, কমলনগর থানার উপ-পরিদর্শক ছায়েদের রহমান, সাংবাদিক মিজানুর রহমান মানিক ও রাসেল পাটওয়ারী প্রমুখ।

অপরদিকে, একই সময় রামগতিতে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহমদ উল্যাহ। প্রধান অতিথি ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী।  

বিশেষ অতিথি ছিলেন- রামগতি পৌর মেয়র এম মেজাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।

এছাড়াও জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলায় পৃথকভাবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।