শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগরীর টাউন হলে বেলুন উড়িয়ে ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সম্মানিত সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম।
এসময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক রাম মোহন, উপ-সহকারী পরিচালক এনামুল হক প্রমুখ।
ময়মনসিংহ জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহের সমন্বিত কার্যালয়ের যৌথ উদ্যোগে পরে নগরীর টাউন হলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজসহ মোট ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে সেখানে গণস্বাক্ষর অভিযান, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নতুন প্রজন্মের উদ্দেশ্যে বক্তারা বলেন, ‘ভবিষ্যত নাগরিক হিসেবে নিজেদের দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রমে অংশ নিতে হবে। দুর্নীতিকে ঘৃণা ও না করতে হবে। দেশকে দুর্নীতিমুক্ত করতে নতুন প্রজন্মকে দৃপ্ত শপথ নিতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এমএএএম/এসআরএস