শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে এক মতবিনিয়ম সভায় আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এ কথা বলেন।
এর আগে তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও একটি বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় তিনি বলেন, গত দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন। একটি সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় দেশের এত উন্নয়ন সম্ভব হয়েছে। এই ধারাবাহিকতা যদি আরো একটি মেয়াদ পর্যন্ত থাকে তবে আমরা আরো উন্নয়ন করতে পারবো।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, প্রতিষ্ঠানের অবকাঠামো বড় কথা নয়, শিক্ষার মানই বড়। তাই তোমাদের মন দিয়ে লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পদ্মা সেতুসহ বড় বড় মেগা প্রকল্প এখানে হচ্ছে তাই সেসব প্রকল্পে নিজেদের সম্পৃক্ত করতে এখনি প্রস্তুতি নিতে হবে। শিক্ষিত হয়ে দক্ষ মানুষ হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৭
আরএ