ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে আগাম বন্যায় করণীয় বিষয়ক টক শো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
কিশোরগঞ্জে আগাম বন্যায় করণীয় বিষয়ক টক শো কিশোরগঞ্জে আগাম বন্যায় করণীয় বিষয়ক টক শো

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে আগাম বন্যায় করণীয় বিষয়ক টক শো অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে পপি এলনা প্রকল্প ও অক্সফামের সহযোগিতায় পপি পার্ট মিলনায়তনে ইউনাইটেড অ্যাকশন ফর পিপলস অরগানাইজেশন (ইউএপিও) এ টক শো’র আয়োজন করে।

এতে আলোচকরা আগাম বন্যা থেকে ফসল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ, স্বল্প মেয়াদী ধানের জাত উদ্ভাবন, নদী খননসহ জনগণকে সচেতন করা অপরিহার্য এসব বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও আলোচকরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা গেলে প্রকল্পো মান যেমন ভাল হয়, তেমনি এগুলো যুগোপযোগী হয় বলেও উল্লেখ করেন।

জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দিন আহমেদ লেনিনের সঞ্চালনায় টক শো অনুষ্ঠানে আলোচক ছিলেন- সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি কামরুন্নাহার লুনা, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম, মিঠামইনের উপ বিভাগীয় প্রকৌশলী আতাউর রাব্বি, কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দুলাল মিয়া ও সাদ বাংলাদেশের নির্বাহী পরিচালক মতিউর রহমান সাগর।

এসময় উপস্থিত ছিলেন- পপি এলনা প্রকল্পের পরিচালক শেখ কামরুল হোসেন, প্রকল্প কর্মকর্তা শামছুন নাহারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।