শনিবার (০৯ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নগর হতদরিদ্রদের পরিস্থিতি ও অধিকার’ নিয়ে এক সংলাপ ও মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে কাপের সদস্য খন্দকার রেবেকা সানিয়াত এই সুপারিশগুলো তুলে ধরেন।
এতে বলা হয়, নগরের হতদরিদ্ররা ঝুঁকি নিয়ে রাস্তাঘাট, দোকানপাট, স্টেশন, উন্মুক্ত আকাশের নীচে জীবন যাপনের পাশাপাশি বস্তিবাসী হিসেবে নগরে বসবাস করছে।
এই হতদরিদ্রদের উন্নয়নে প্রয়োজন রাজনৈতিক দলের ইশেতহারে সুনির্দিষ্ট অঙ্গীকার ও কর্মসূচি সংযোজন। রাষ্ট্রীয় ও নগর পরিকল্পনায় নগর হত দরিদ্রদের সম্পৃক্ত করা।
নগর দরিদ্রদের জন্য বিশেষ দারিদ্র বিমোচন, সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রণয়ন প্রয়োজন। সরকার ও সুশীল সমাজকে নগর হতদরিদ্রদের প্রতি সংবেদনশীল ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য সর্বপর্যায়ে নিয়মিত এ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়ন প্রয়োজন।
এছাড়া মিডিয়া বা গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানকে সামাজিক দায়িত্ব হিসেবে নগর হতদরিদ্রদের সামগ্রিক চিত্র তুলে ধরার জন্য কাজ করা প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এমএফআই/আরআই