ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত 

ঝালকাঠি: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। 

শনিবার (৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়।  

দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে বেলুন উড়িয়ে ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক।

 

পরে সেখানে দুপ্রক সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।

এসময় আরও বক্তব্য রাখেন- সনাক সভাপতি (ভারপ্রাপ্ত) হেমায়েত উদ্দিন হিমু, দুপ্রক সহ-সভাপতি সুজিৎ কান্তি বোস ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার।  

সভায় শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।