শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নগর হতদরিদ্রদের পরিস্থিত ও অধিকার’ নিয়ে আয়োজিত সংলাপ ও মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে কাপের সদস্য খন্দকার রেবেকা সানিয়াত সুপারিশগুলো তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, নগরের হতদরিদ্ররা ঝুঁকি নিয়ে রাস্তাঘাট, দোকানপাট, স্টেশন, উন্মুক্ত আকাশের নিচে বস্তিবাসী হিসেবে বসবাস করছেন।
এতে উত্থাপিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে- হতদরিদ্রদের উন্নয়নে রাজনৈতিক দলের ইশতেহারে সুনির্দিষ্ট অঙ্গীকার ও কর্মসূচি সংযোজন, রাষ্ট্রীয় ও নগর পরিকল্পনায় নগর হতদরিদ্রদের সম্পৃক্ত, নগর দরিদ্রদের জন্য বিশেষ দারিদ্র্য বিমোচন-সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রণয়ন, সরকার ও সুশীল সমাজকে নগর হতদরিদ্রদের প্রতি সংবেদনশীল এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য সবপর্যায়ে নিয়মিত অ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়ন ইত্যাদি।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এমএফআই/জেডএস