ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা জনতার বিজয় শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ময়মনসিংহ মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা জনতার বিজয় শোভাযাত্রা বিজয় শোভাযাত্রা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ঐতিহাসিক ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতার বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর ছোট বাজার মুক্ত মঞ্চের সামনে থেকে বের হওয়া বিজয় শোভাযাত্রার নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।  

শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে ফের ছোট বাজার মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।

 

জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শোভাযাত্রায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

এদিকে, বিকেলে একই স্থানে ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ডা. এম আমান উল্লাহ।

আলোচনায় অংশ নেবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭ 
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।