রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ত্রাণমন্ত্রী বলেন, সরকার নদী রক্ষায় কয়েকশ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
তিনি আরো বলেন, বৃষ্টির কারণে চাঁদপুরের সড়কগুলোর বেহাল দশা। অতিদ্রুত রাস্তা মেরামত করে জনগণের ভোগান্তি কমিয়ে আনতে হবে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, নৌ-পুলিশের চাঁদপুর জেলার দায়িত্বরত পুলিশ সুপার সুব্রত কুমার দত্ত প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসম্বের ১০, ২০১৭
এনটি