ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
শ্যামপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

ঢাকা: রাজধানীর শ্যামপুরের আলীবহর এলাকায় শাহনাজ আক্তার (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার শাশুড়ি হাজেরা বেগম।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহনাজের শাশুড়ি হাজেরা বেগম জানান, ৮ মাস আগে তার ছেলে হাসান সিকদারের সাথে শাহনাজের বিয়ে হয়।

পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লাগতো। রোববার বিকেলে হাসান কাজের জন্য বাসা থেকে বের হয়ে যায়। পরে টিনশেড বাসার আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয় শাহনাজ।

প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শাহনাজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া বলে জানান শাশুড়ি হাজেরা বেগম।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।