ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দিনব্যাপী বিজয় মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দিনব্যাপী বিজয় মেলা শুরু বিজয় মেলা শুরু

ব্রাহ্মণবাড়িয়া: জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিজয় মেলা উদযাপন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহীদ ধীরেন্দ্রনাথ দও ভাষাচত্বর প্রাঙ্গণে ৭ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।

প্রতিদিন মেলায় পরিবেশিত হবে মুক্তিযুদ্ধের গান, নাটক আবৃত্তি ও নৃত্যনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।