সোমবার (১১ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে জানান, সকালে বড়কুঠি পদ্মাপাড়ের লোকজন নদীতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় না পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে বেওয়ারিশ হিসেবেই মরদেহটি দাফন করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি আমান উল্লাহ।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এসএস/এসআরএস