সোমবার (১১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন জেলা প্রশাসন।
পরে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সেখান থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
১৯৭১ সালের ১১ ডিসেম্বর কুষ্টিয়া জেলা শত্রুমুক্ত হয়। চুড়ান্ত বিজয় অর্জনের ৫ দিন আগেই এ জেলার জনগণ বিজয় নিশানা দেখতে পেয়েছিল। স্বজনের গলিত লাশ, কঙ্কাল, গণকবর আর সম্ভ্রম হারানো মা-বোনের আর্তনাদ ভুলে সেদিন বিজয়ের আনন্দে মানুষ রাস্তায় নেমে উল্লাস করেছিল।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৭
আরএ