ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিচ্ছন্ন নগর গড়তে ইমামদের সহযোগিতা  চাইলেন মেয়র খোকন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
পরিচ্ছন্ন নগর গড়তে ইমামদের সহযোগিতা  চাইলেন মেয়র খোকন অফিসার্স ক্লাবে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকন; ছবি- শাকিল

ঢাকা: পরিচ্ছন্ন নগরী গড়তে ইমাম, ওলামাদের সহযোগিতা চাইলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। 

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে অফিসার্স ক্লাবে ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে ডিএসসিসি'র আওতাভুক্ত মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র একথা বলেন। এতে ডিএসসিসি'র ৯৫০ টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।

মেয়র ইমামদের উদ্দেশে বলেন, আপনারা মসজিদে বয়ান দেওয়ার সময় পরিচ্ছন্ন নগরী গড়তে মুসল্লিদের উদ্দেশে কথা বলবেন। আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা পরিচ্ছন্ন নগরী গড়তে পারবো।

তিনি বলেন, আমাদের দুই বছরের প্রচেষ্টায় নগরীর উন্নতির চেষ্টা করেছি। আগে যেখানে ১০ শতাংশ স্ট্রিট লাইট জ্বলতো না, সেখানে এখন ডিএসসিসি'র প্রতিটি অলিগলিতে এলইডি বাতির আলো ঝলমল করছে।

এ সময় কয়েকটি মসজিদের ইমাম মসজিদের হোল্ডিং ট্যাক্স  মওকুফ করার জন্য মেয়রের প্রতি আহ্বান জানান।   জবাবে মেয়র বলেন, সকল ধর্মীয় প্রতিষ্ঠান ট্যাক্সের আওতার বাইরে।

এছাড়া পাড়া মহল্লায় কুকুরের উৎপাত বন্ধে মেয়রের হস্তক্ষেপ চাইলে মেয়র বলেন,  হাইকোর্টে এ সংক্রান্ত আদেশ তুলে দিতে পারলে ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।