ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে কর্মস্থলে প্রয়াতদের পরিবার পেলো ৫৮ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
ময়মনসিংহে কর্মস্থলে প্রয়াতদের পরিবার পেলো ৫৮ লাখ টাকা কর্মস্থলে প্রয়াতদের স্বজনদের হাতে চেক তুলে দেন ডিসি খলিলুর রহমান। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ২১ কর্মকর্তা-কর্মচারীর পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। 

সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে তাদের হাতে প্রায় ৫৮ লাখ টাকার চেক তুলে দেন ডিসি খলিলুর রহমান।  

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা উপস্থিত ছিলেন।

 

চেক বিতরণকালে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান বলেন, কোনো পরিবারের স্বজন হারানো অনেক কষ্টের। কোনো আর্থিক সাহায্য বা অনুদানের মাধ্যমে এ কষ্ট লাঘব করা সম্ভব নয়। তবু এ টাকা পরিবারগুলোর ক্ষুদ্র প্রয়োজনে এলেও আমাদের এ প্রচেষ্টা স্বার্থক হবে।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা বাংলানিউজকে বলেন, চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ২১ কর্মকর্তা-কর্মচারীর পরিবারের হাতে মোট ৫৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।