ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে ১২ শ্রেষ্ঠ পরীক্ষককে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
হোসেনপুরে ১২ শ্রেষ্ঠ পরীক্ষককে সম্মাননা ১২ শিক্ষককে সম্মাননা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১২ শ্রেষ্ঠ পরীক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা ফজলুর রহমান।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আতাউল বারীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, যারা প্রাথমিক সমাপনী পরীক্ষায় দায়িত্ব পালন করেছেন এমন ১২ জন শ্রেষ্ঠ পরীক্ষককে সম্মাননা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।