সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল আমিন এ অভিযান পরিচালনা করেন।
তিনি বাংলানিউজকে জানান, অভিযানকালে ফ্রিজের মধ্যে নোংরা খাবার ও উচ্চ মূল্যে খাবার বিক্রির অভিযোগে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার, প্যাকেটের ওজন বেশি এবং নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং পরিবেশনের অভিযোগে আদর্শ মিষ্টি ঘরকে সাত হাজার এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মদীনা ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসম্বের ১১, ২০১৭
এনটি