সোমবার (১১ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে বাঁশপট্টি খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ শুরু করা হয়।
জেলা প্রশাসক হামিদুল হক ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়া।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের ছয়টি খালের পাশ দিয়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো সরিয়ে নিতে ইতোপূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
শহরের এ (বাঁশপট্টি খাল) খালটি দখলদারদের কবলে পরে প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিলো। খালের দু’পাড়ে গড়ে ওঠা পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনাগুলো স্ব-উদ্যোগে সরিয়ে নিতে নোটিশও দেওয়া হয়েছিলো। কিন্তু এতে কোনো কাজ হয়নি। তাই উচ্ছেদ অভিযান চালিয়ে খালের প্রবাহ ফিরিয়ে আনার জন্যই এ কার্যক্রম শুরু হয়েছে।
অভিযানে জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয়রাও সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এমএস/ওএইচ/