সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট পৌরসভার নর্থবেঙ্গল মোড়ে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার রশিদুল হক আরো বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং জেলাকে মাদক মুক্ত করতে জেলা পুলিশ প্রশাসন বিট- (এলাকা ভিত্তিক) পুলিশিং কার্যক্রম চালু করেছে।
নাগরিকরা সজাগ থাকলেই সমাজের সব দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধ হবে বলে মন্তব্য করেন তিনি।
লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা পুলিশিং কমিটির সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সুশান্ত কুমার সরকার, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, সদর থানা পুলিশিং কমিটির সভাপতি চিত্ত রঞ্জন রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৭
আরএ